দূরবীণ নিউজ প্রতিবেদক :
পবিত্র রমজান উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নগরীতে বসবাসকারী অসহায় হতদরিদ্র ছিন্নমূল এক লাখ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের প্রথম পর্যায়ে ২৫, হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান,রোববার (১০ মে) নগর ভবনে ৩০ ট্রাক খাদ্যসামগ্রী এসে পৌঁছে।
কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: ইমদাদুল হক অঞ্চল -১, অঞ্চল – ৩ এবং অঞ্চল – ৪ এর মোট ৩০ টি ওয়ার্ডের কাউন্সিলর/ প্রতিনিধিদের কাছে এ খাদ্যসামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরকার, জনসংযোগ বিভাগের কর্মকর্তা, প্রশাসনিক ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।প্রতিটি ওয়ার্ডের জন্য ৩৩৩ প্যাকেট হিসেবে ৭৫ টি ওয়ার্ডেই এ খাদ্যসামগ্রী প্রদান করা হবে। এ সপ্তাহের মধ্যেই বাকী ৪০ টি ওয়ার্ডের কাউন্সিলদের মধ্যে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
প্রদত্ত খাদ্যসামগ্রীর প্যাকেটের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ১ টা সাবান, ৪০০ গ্রাম গুড়াদুধ, ২ কেজি ছোলা ও ২ কেজি মুড়ি রয়েছে। প্রথম পর্যায়ে এ খাদ্যসামগ্রী ক্রয় বাবদ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়িত হবে বলে জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা । # কাশেম।