দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা । গত ২৪ ঘণ্টায় আক্রান্হ হয়েছেন ৭৯০ জন । মৃত্যু হয়েছে আরো ৩ জনের । বুধবার (৬ মে) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা বলেন,গত মঙ্গলবার বাংলাদেশে আক্রান্ত হয়েছিল ৭৮৬ জন আর বুধবার আক্রান্ত হয়েছে ৭৯০। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে । বাংলাদেশে এপর্যন্ত আক্রান্ত ১১ হাজার ৭১৯ জন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৭৭১টি, পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৪১টি।
মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, তাদের দুইজনের বয়স ষাটোর্ধ্ব এবং একজনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এদের দুজন পুরুষ এবং একজন নারী।
২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ১৮৪ জনকে। এ নিয়ে মোট আইসোলেশনে নেয়া হয় ১৭৯৪ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৯৪ জনকে এবং এ পর্যন্ত ১৩২৭ জনকে।
আজকের তথ্যে ২৪ ঘণ্টায় কোনো রোগীর সুস্থতার কথা জানানো হয়নি।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। #