দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনাভাইরাস কেড়ে নিয়েছে সাংবাদিক মো: আফজালুর রহমানকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাংবাদিক মো: আফজালুর রহমানের সর্বশেষ কর্মস্থল চ্যানেল নাইন। এরআগে মো.আফজাল আরো একাধিক গণমাধ্যমে প্রতিবেদক ছিলেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন সাংবাদিক মো: আফজালুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। তিনি মাতা, পিতা, এক ভাই, দুই বোন ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত ৯টায় ডিআরইউ প্রাঙ্গণে মরহুম মো: আফজালুর রহমান নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ গ্রহণ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালিন নোমানী,সহ সভাপতি ওসমান গনি বাবুলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাত আলম খান তপু এবং ডিআরইউর সাবেক ও বর্তমান নেতাসহ শতাধিক সাংবাদিক।
জানাজা শেষে মরহুমের কফিনে বিদায়ী ফুলের শুভেচ্ছা জানানো হয়।
জানা যায়, করেনায় আক্রান্ত আফজালুর রহমান গত ৩ জানুয়ারি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। মৃত্যুর আগপর্যন্ত তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।
আজ রাতেই নামাজে জানাজা শেষে তার লাশ জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল শুক্রবার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ডিআরইউ’র শোক :
এদিকে সাংবাদিক আফজালুর রহমানের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
র্যাকের শোক:
রিপোর্টার্স এগেইনস্ করাপশন (র্যাকের/RAC) এর সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. আফজালুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন র্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজসহ কমিটির সদস্যরা।
র্যাকের নেতৃবৃন্দ মরহুম আফজালুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। /কাশেম