সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে দুদকের কর্মসূচি

দূরবীন নিউজ প্রতিবেদক :
আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

দুদক চেয়ারম্যান বলেন, এসব কর্মসূচিতে সাধারণ মানুষের সম্পৃক্তা বৃদ্ধি করতে কমিশনের প্রতিটি বিভাগীয় ও জেলা কার্যালয়, সকল দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং তরুণ প্রজন্মের কণ্ঠস্বর সততার সংঘের সদস্যদের ইতোমধ্যেই অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুর্নীতি বৈশিক সমস্যা বলেই বিশ্বব্যাপী এ দিবসটি পালন হচ্ছে। এক সময় এ দিবসটি সরকারি ভাবে পালন হতো না।

তিনি বলেন, ২০১৬ সালের ডিসেম্বর মাসে দুদক এ দিবসটিকে সরকারিভাবে পালনের উদ্যোগ গ্রহণ করে। সরকার দুদকের প্রস্তাবটি আমলে নেয় এবং ২০১৭ সাল থেকেই এ দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে।

দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট ও সুদৃঢ় হয়েছে বলে আমি মনে করি।

দুদক চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের দুর্নীতিবিরোধী সমন্বিত কণ্ঠস্বর দুর্নীতিকে স্তব্ধ করে দিতে পারে। কমিশন অন্তর্ভুক্তিমূলক অভিগমনের মাধ্যমে সমাজের সকল মানুষকে দুর্নীতিবিরোধী প্লাটফর্মে আনার চেষ্টা করছে। এক্ষেত্রে কর্মকর্তাদের স্ব-স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধের লক্ষ্যে প্রতিনিয়ত যেমন অভিযান পরিচালনা করছে, আবার দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে মামলাও করছে, আদালতে অভিযোগপত্র দিচ্ছে। আবার জনগণের মাঝে দুর্নীতিবিরোধী গণসচেতনা সৃষ্টিতেও কাজ করছে। এসব কাজ যখন সমন্বিত এবং সুসংগঠিতভাবে পরিচালিত হবে তখন দুর্নীতির মাত্রাও কমে আসবে।

তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, যানজট ও জনহয়রানির কারণে কমিশন এবারও কোনো র্যাালি করবে না। তবে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম, মানববন্ধন, সততা সংঘের সমাবেশ, তথ্যচিত্র প্রদর্শনসহ অন্যান্য কর্মসূচি যথাযথভাবে পালন করা হবে।

মতবিনমিয় সভায় উপস্থিত মহাপরিচালক ( প্রতিরোধ) সারোয়ার মাহমুদ, মহাপরিচালক(প্রশিক্ষণ ও আইসিটি) একেএম সোহেল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি দুদক চেয়ারম্যানকে অবহিত করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12