দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে সারাদেশে বুধবার (১৪ অক্টোবর) ৬ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ (৩টি অভিযান, ৩ দপ্তরে পত্র প্রেরণ) করেছে।
বগুড়ায় নামজারির জন্য প্রয়োজনীয় সরকারি ডিসিআর ফর্ম জাল করে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
বুধবার দুর্নীতি দমন কমিশন, বগুড়া জেলা কার্যালয় থেকে দুপচাঁচিয়া উপজেলা ভূমি অফিসে এ অভিযান পরিচালিত হয়। গণমাধ্যমকে এসব তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
অভিযানকালে দুদক টিম জানতে পারে, উক্ত অফিসের এক অফিস সহকারী কর্তৃক ১২টি ডিসিআর জাল করে ১৩ হাজার ৮০০ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান না করে আত্মসাতের প্রমাণসাপেক্ষে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এছাড়াও উল্লিখিত কর্মচারী সোনালী ব্যাংকের চালানমূলে ব্যাংকের ব্যবস্থাপকের স্বাক্ষর জাল করে ৩ লাখ ২৫ হাজার ১০০ টাকা আত্মসাৎ করেছিলেন, এমন প্রমাণও পায় দুদক টিম। উক্ত কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশপূর্বক কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।
এছাড়াও, প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে এবং সরকারি গুদামে নিম্নমানের ধান-চাল সংগ্রহ ও অন্যত্র প্রেরণ এবং বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ ও সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ হতে ২টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। #