দূরবীণ নিউজ ডেস্ক :
সিঙ্গাপুরে একদিনেই ১২৫ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। ওই দেশে বর্তমানে ৬৬৯ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। গত রোববার (১২ এপ্রিল ) একদিনই নতুন করে ২৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২৫ জন বাংলাদেশি।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩২ জন। মারা গেছেন ৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৬০ জন।
নতুন আক্রান্ত ২৩৩ জনই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। ৬৬ জন পূর্বের ক্লাস্টারের (এক জায়গায় অনেকের আক্রান্ত হওয়া) কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এর মধ্যে ১৪১ জন অভিবাসীর থাকার জায়গা ডরমেটরির সঙ্গে লিংক রয়েছে। ১৬৭ জনের তথ্য এখনও অজানা।
এ ছাড়া ৯৭৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৩১ জনের অবস্থা গুরুতর। তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। # কাশেম