দূরবীণ নিউজ ডেস্ক :
৩১ জন প্রবাসীকে রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখার খবর পাওয়া যায়।
এরমধ্যে বালিয়াকান্দি উপজেলায় ২৪ ঘন্টায় ১০ জন ও কালুখালিতে ১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেলার সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত জেলার পাঁচ উপজেলার বিভিন্নস্থানে ৩১ জন বিদেশ ফেরত প্রবাসীকে তাদের নিজ বাড়িতে জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় চেয়ারম্যানদের সহযোগীতায় গ্রাম পুলিশদের পাহাড়ায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নিয়মিত জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের মাধ্যমে তাদের মরিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আইসোলেশনে রাখার প্রয়োজন হয়নি। এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন।
এদিকে করোনা ভাইরাস সন্দেহ হলে আতঙ্কিত না হয়ে আইসোলেশনে ভর্তি হতে অনুরোধ করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এর জন্য সদর হাসপাতালে ৫টি ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গল দুপুর পর্যন্ত রাজবাড়ী সদরে ২ জন, বালিয়কান্দিতে ২২ জন, কালুখালীতে ৫ জন ও গোয়ালন্দে ২ জনকে হোম কোয়ারেন্টাইনে আছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম বলেন, করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হন। নিয়মিত সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে ফেলুন। জনসমাগম এগিয়ে চলুন। এছাড়া গণপরিবহন ব্যবহার শেষে হাত পরিস্কার করে ধুয়ে ফেলুন।
এ ভাইরাসটি যেহেতু হাঁচি, কাশি ও সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, সেহেতু সুস্থ ব্যক্তিরা একটু সাবধান থাকবেন এবং অসুস্থ ব্যক্তিরা মাস্ক ব্যবহার করুন। জরুরি প্রয়োজন ছাড়া অসুস্থ ব্যক্তিরা ঘরের বাইরে বের না হওয়াই ভালো। করোনা সন্দেহ হলে দ্রুত আইসোলেশন করতে হবে। জেলা সদরসহ প্রতিটি সরকারি হাসপাতালে ৫টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে। # কাশেম