দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার বন্ধর থানার কুতুববাগ দরবার শরীফে বার্ষিক ওরস ও বিশ্বজাকের ইজতেমা অনুষ্ঠিত হবে। আর এই ওরস শরীফ প্রাঙ্গণে দেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের মহামিলন হবে।
এদিকে এই উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে কুতুববাগ দরবার শরীফে পীর খাজাবা হযরত সৈয়দ জাকির শাহ্ কুতুববাগী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বক্তব্য রাখেন, প্রখ্যাত সম্পাদক কথা শিল্পী রাহাত খান, প্রবীণ সাংবাদিক ও কবি নাসির আহমেদ, বিশিষ্ট সাংবাদিক খালেদ ফারুকী প্রমুখ। এছাড়াও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, দেশের প্রিন্ট, ইলেকট্রকনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পীন খাজাবা হযরত সৈয়দ জাকির শাহ্ কুতুববাগী বলেন, পৃথিবীতে একমাত্র সুফিবাদই মানবজীবনে শান্তি ও মানবতার বাণী বয়ে আনতে পারে। কেননা সুফিবাদে অনুগত মানুষরা বিনয়ী ও মানবপ্রেমী হয়।
তিনি বলেন, আত্নার পরিশুদ্ধি ছাড়া কোনো এবাদত কবুল হয় না। কু প্রবৃত্তি দমনের মধ্য দিয়ে আত্নাকে পরিশুদ্ধি করার শিক্ষাই সুফিবাদের মাধ্যমে অর্জন করা সম্বভ। তিনি সবাইকে নিয়মিত নামাজ আদায় এবং সবার সাথে নম্য ভদ্র আচরণের পরামর্শ দেন। পরিশেষে তিনি দেশে ও বিশ্বেবাসী কল্যাণে দোওয়া মোনাজাত করেন। # কাশেম