দূরবীন নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছেন। সর্বশেষ যে পরিমাণ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল, এবার তার সংখ্যা প্রায় দ্বিগুণ। গত জুলাই থেকে এই এমপিওভুক্তি কার্যকর বলে ধরা হবে।
বুধবার (২৩ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করেন।আর ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, সব যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। যাদের এমপিওভুক্ত করা হলো তাদের এ যোগ্যতা ধরে রাখতে হবে। এ সময় সবাইকে অভিনন্দন জানান তিনি।
নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ-অষ্টম শ্রেণি) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ-দশম) ৯৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৬৮টি, কলেজ (একাদশ থেকে দ্বাদশ) ৯৩টি, ডিগ্রি কলেজ ৫৬টি, দাখিল মাদরাসা ৩৫৭টি, আলিম মাদরাসা ১২৮টি, ফাজিল মাদরাসা ৪২টি, কামিল মাদরাসা ২৯টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃষি ৬২টি, ভোকেশনাল ১৭৫টি এবং এইচএসসি (বিএম) ২৮৩টি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত মঙ্গলবার নতুন তালিকার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন । তিনি বলেছিলেন, নীতিমালা অনুযায়ী মানদণ্ডের ওপর ভিত্তি করে তালিকা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্য ক্রস চেক করা হয়েছে। তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পরও কিছু যাচাই-বাছাইয়ের জন্য আবারও পাঠানো হয়েছে। #