দূরবীণ নিউজ ডেস্ক :
থাইল্যান্ড করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে। আগামী ২৬ মার্চ থেকে এই জরুরি অবস্থা কার্যকর হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচা এই ঘোষণা দেন। তিনি গণমাধ্যমকে জানান, সরকার যেসব পদক্ষেপ নেবে তার বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।
তিনি জানান, জরুরি অবস্থা জারির মানে হচ্ছে, ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর যে কোনো আদেশ জারির নির্বাহী ক্ষমতা থাকবে। এর মধ্যে সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত ক্ষমতা প্রদান এবং মানুষ চলাচল নিয়ন্ত্রণ করতে তল্লাশি চৌকি স্থাপনের নির্দেশ দেওয়ার ক্ষমতাও অন্তর্ভূক্ত থাকবে।
মঙ্গলবার থাইল্যান্ডে আরও ১০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন জন। এই নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৮২৭ এ দাঁড়ালো। আর মৃতের সংখ্যা চারে গিয়ে ঠেকলো। #