দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের । এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে এবং আক্রান্ত ২,১৪৪ জন।
শনিবার (১৮ এপ্রিল ) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি আরো জানান হয়, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১১৪টি। এ সময়ে সুস্থ হয়েছেন ৮ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৬৬ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬জন ঢাকার, দুইজন নারায়ণগঞ্জের এবং একজন সাভারের।
আক্রান্তের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে ২৭%, ৩১-৪০ বছরের মধ্যে ২২% এবং ৪১-৫০ বছরের মধ্যে ১৯%। দেশে করোনার পরীক্ষার সংখ্যা বাড়ানোর পর থেকে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। #