দূরবীণ নিউজ প্রতিবেদক:
২ কেটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় ট্রাষ্ট ব্যাংক সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ শাখার সহ-ব্যবস্থাপক মোস্তফা মাহমুদকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষিরা নগরীর নূরনগরস্থ বাসা থেকে মোস্তফা মাহমুদকে গ্রেফতার করেছে দুদকের কর্মকর্তারা। তার বিরুদ্ধে ২ কেটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগরে মামলা রয়েছে। আর ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এদিকে দুদকের উপ-পরিচালক মো: নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, ট্রাষ্ট ব্যাংক সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ শাখার সহ-ব্যবস্থাপক মোস্তফা মাহমুদ ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির আশ্রয় নিয়ে গ্রাহকদের ২ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
আর এ অভিযোগে তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় ২০১৯ সালের ৭ মে মামলা দায়ের হয়। ওই মামলাটি তদন্ত করছে দুদকের কর্মকর্তারা। মামলার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে আসামি মোস্তফা মাহমুদকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, ওই মামলায় আরেক আসামি ট্রাষ্ট ব্যাংক সাতক্ষীরার মুন্সীগঞ্জ শাখা ব্যবস্থাপক বর্তমানে পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, মামলা দায়েরের পর কর্তৃপক্ষ মোস্তফা মাহমুদকে চাকরি থেকে বরখাস্থ করেন। এরপর থেকে মোস্তফা মাহমুদও পলাতক ছিলেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে আজ গ্রেফতার করে খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে দেন বলে জানান তিনি। #