দূরবীণ নিউজ প্রতিবেদক :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,অগ্রাধিকার ভিত্তিতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া হবে। তিনি বলেন, আগামী ১৪ নভেম্বর ২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু করা হবে।
আজ সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শুরুতে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেবো। পরীক্ষা শুরুর আগে তাদের টিকা দেয়ার চেষ্টা করা হবে। তার সাথে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদেরও টিকা দেয়া হবে।
প্রথম দিনে শুধু আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে রাজধানীর আটটি স্কুলে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার টিকা দেয়া হচ্ছে শিক্ষার্থীদের।
ঢাকার শিক্ষার্থীদের টিকা দিতে প্রাথমিকভাবে আটটি কেন্দ্র প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ছাড়া বাকি সাতটি কেন্দ্র হচ্ছে- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল (ভাটারা), সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (মালিবাগ), চিটাগং গ্রামার স্কুল (বনানী), কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ (ধানমন্ডি), ঢাকা কমার্স কলেজ (চিড়িয়াখানা রোড), স্কলাস্টিকা (মিরপুর-১৩) ও সাউথ ব্রিজ স্কুল (উত্তরা)।
টিকাদান কার্যক্রমের উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচি সফল হলেই স্বাভাবিক শিক্ষাদান করা হবে। আগামী বছরে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্কুলশিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার প্রতি গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিলেই হবে না। টিকার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।
#