রাজউক হাতিরঝিলকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছে না। আবার কারো কাছে দায়িত্ব ছেড়েও দিচ্ছে না । যারফলে হাতিরঝিল এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা, পরিবেশ দূষণসহ নানা ধরনের সমস্যা দিনদিন বেড়েই চলছে।
এই অসহনীয় পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম হাতিরঝিলের রক্ষণা বেক্ষণের পুরো দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ডিএনসিসির কাছে হাতিরঝিলের দায়িত্ব ছেড়ে দিতে রাজউকের প্রতি আহবান জানিয়েছেন।ফাইল ছবি
মোঃ আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি এলাকায় অবস্থিত হাতিরঝিল এবং লেকসহ সকল জলাশয় দ্রুত ডিএনসিসিকে বুঝিয়ে দিলে সেগুলো উদ্ধার এবং রক্ষণাবেক্ষণে সমন্বিতভাবে কাজ করা হবে।
আজ সোমবার ( ১৯ এপ্রিল) দুপুরে মগবাজার মধুবাগ প্রধান সড়ক, নয়াটোলা শহীদ আব্দুল ওহাব রোড ও তৎসংলগ্ন লেন-বাইলেন, শাহ বাড়ি মাজার রোড লেন-বাইলেন এবং গাবতলা জাহাবক্স লেন-বাইলেন এলাকার জলাবদ্ধতার সমস্যা দূরীকরণের লক্ষ্যে চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডিএনসিসির মেয়র এই আহবান জানান।
মেয়র বলেন, ঢাকা ওয়াসা থেকে খালগুলো বুঝে নেওয়ার পর ওইসব খাল প্রাণ ফিরে পেয়েছে। খালগুলো ওয়াসার ব্যবস্থাপনায় ছিল তখন সেগুলো সঠিকভাবে পরিস্কার এবং রক্ষণাবেক্ষণ করা হয়নি। ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ডিএনসিসি স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি হাউজিং কোম্পানীগুলোকে তাদের কাজের দ্বারা যাতে নগরবাসীকে জলাবদ্ধতাসহ কোন ধরণের দুর্ভোগ পোহাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
মোঃ আতিকুল ইসলাম রামপুরা পাম্পহাউজ পরিদর্শনকালে যে সকল পাম্প নষ্ট হয়ে পড়ে আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।#