দূরবীণ নিউজ প্রতিবেদক:
আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বক্তব্য শুনবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ভয়াবহ নানা অনিয়ম , দুর্নীতি বিদেশে অর্থ পাচার প্রতিরোধে করনীয় সম্পর্কে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে পরামর্শ ও সুপারিশ গ্রহণ করবেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পিপলস লিজিংয়ের ঋন খেলাপিদের শুনানিকালে হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ জারি করেছেন।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন পিপলস লিজিংয়ের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।শুনানিকালে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মো. শামীম আজিজ।
এদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কমিটি (বিআইএফসি), ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং- এই তিন প্রতিষ্ঠানের আর্থিক দুর্নীতি ও অর্থনৈতিক ধস খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পুনর্গঠন করে দেন হাইকোর্ট। এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার দুর্নীতিও খতিয়ে দেখবে এই কমিটি।/