দূরবীণ নিউজ প্রতিবেদক:
আত্মগোপন ও পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে লিখিত আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন জানানো হয়।
দুদকের পক্ষের অ্যাডভোকেট খুরশীদ আলম খান হাইকোর্টে এ আবেদন দাখিল করেন। দুদকের এ আইনজীবী হাইকোর্টে বলেন, এর আগে পিকে হালদারকে নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় তার বক্তব্য বা লাইভ সম্প্রচার করা হয়। যা আইনের দৃষ্টিতে পিকে হালদার পলাতক আসামি।
তিনি বলেন,দুদকের মামলারআসামি পিকে হালদারসহ সব আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা প্রয়োজন। পরে আদালতের নির্দেশে দুদকের পক্ষে আবেদন জানানো হয়েছে। আবেদনটির ওপর আজই শুনানি হতে পারে।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। এছাড়াও সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হয়। এসময় গোপনে কানাডায় পাড়ি জমান তিনি।/