দূরবীণ নিউজ প্রতিবেদক:
গ্রীন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে আরো ১০ লাখ দিয়েছে বাসটির মালিক কর্তৃপক্ষ।
সোমবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের মাধ্যমে এই ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়। আগামী দুই মাসের মধ্যে পরবর্তী আরো ১০ লাখ টাকা পরিশোধ করা হবে বলে জানানো হয়।
জানা যায়, ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
আর এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন গাইবান্ধার একই এলাকার বাসিন্দা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি।
পরে ২০১৮ সালের ১৪ মে এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে কেন রাসেলকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়।
ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করে গত ২০২০ সালে ১ অক্টোবর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
হাইকোর্টের রায় ও আদেশে ভিকটিম রাসেলকে ৫০ লাখ টাকা দিতে বলা হয়। এই নির্দেশের পর সাড়ে ১৩ লাখ টাকা পরিশো করেন গ্রীন লাইন কর্তৃপক্ষ। আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) ভিকটিমকে আরও ১০ লাখ টাকার চেক প্রদান করা হলো।
হাইকোর্টের আদেশে রাসেলকে ৫০ লাখ টাকা দিতে এবং প্রয়োজন হলে তাঁর পায়ে অস্ত্রোপচার ও কাটা পড়া বাঁ পায়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পা লাগানোর খরচ বহন করতে গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ য়ো হয়।/