দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনা সংক্রামণকালে বিচারিক কার্যক্রমের সুবিধার্থে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৭টি বেঞ্চ পুনর্গঠন করেছেন । এর মধ্যে ১৫টি বেঞ্চে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হবে।
সোমবার (২৯ মার্চ) এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনার বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ১৭টি বেঞ্চ পুনর্গঠনের তথ্য প্রকাশ করা হয়।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩১ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো তাদের বিচারকার্য শুরু করবেন। এর মধ্যে ১৫টি দ্বৈত বেঞ্চ এবং ২টি একক বেঞ্চ রয়েছে।
পুনর্গঠিত বেঞ্চগুলোর মধ্যে ১৫টি বেঞ্চে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হবে। আর বাকি দু’টিতে শারীরিক উপস্থিতিতে মামলা পরিচালিত হবে।/