দূরবীণ নিউজ ডেস্ক :
এক ব্যবসায়ীকে অজ্ঞান করে ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের পর ওই প্রতারক গ্রেফতা হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ এক ব্রিফিং এসব তথ্য জানান।
জেলা গোয়েন্দা পুলিশ ছিনতাইকারী শামসুল হককে (৬৪) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গরুর বাজার থেকে গ্রেফতার করেছেন। তিনি নেত্রকোনার দূর্গাপুর উপজেলার কাকৈরগারা গ্রামের মৃত কালা চাঁনের ছেলে।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার যশকেশরী গ্রামের মৃত ওয়াদ আলীর ছেলে গিয়াস উদ্দিন ২০ জুলাই গরু কেনার জন্য ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে শামসুল হকের সাথে বাড়ি থেকে বের হন।
তারা সিএনজি-অটোরিকশায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় পৌঁছলে শামসুল হক একটি টাইগার বোতলে চেতনানাশক দ্রব্য মিশিয়ে গিয়াস উদ্দিনকে পান করতে দেয়। এটি পান করার পর গিয়াস উদ্দিন অজ্ঞান হয়ে পড়লে শামছুল হক কৌশলে টাকা নিয়ে পালিয়ে যান।
স্থানীয় লোকজন গিয়াস উদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে গিয়াস উদ্দিন বিষয়টি হবিগঞ্জ গোয়েন্দা পুলিশকে জানায়। গোয়েন্দা পুলিশ প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ থেকে শামছুল হককে গ্রেফতার করেন। গ্রেফতার করার পর তার কাছ থেকে ১ লাখ টাকা ও নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে।
এ ব্যাপারে ডিবির এসআই আবুল কালাম আজাদ জানান, শামছুল হক জিজ্ঞাসাবাদে জানায় সে ৭/৮ বছর যাবৎ এই পেশায় জড়িত। গিয়াস উদ্দিনের সাথে গরুর বাজারে শামছুল হক নিজের নাম ঠিকানা গোপন করে দুলাল নামে পরিচিত হয়। তারপর থেকেই সে গিয়াস উদ্দিনকে কিভাবে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে সেই কৌশলে অবলম্বন করেন। #