দূরবীণ নিউজ প্রতিবেদক:
কাউকে কিছু না বলেই, হঠাৎ দুনিয়া থেকে চলে গেলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সরলমনা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম । আর ২ মাস পর ৫৯ বছর বয়সে ডিএনসিসিতে চাকরি থেকে অবসরে যাবার কথা ছিল মো. জহিরুল ইসলামের।
কিন্তু এর আগেই মহান সৃষ্টিকর্তা তাকে পৃথিবী থেকে ওপাড়ে নিয়ে গেলেন। তবে সবার পক্ষ থেকে তার প্রতি দোওয়া ও ভালবাসা রইল, মহান আল্লাহ যেন তাকে ওইপাড়ে শান্তিতে রাখেন। কারণ এই মানুষটি সারাজীন নগরবাসী সেবা করেছেন।
জানাযায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক ভাবে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা সন্তান, নাতী- নাতনি, আত্মীয়-স্বজন ও বহু বন্ধু-বান্ধব রেখে গেছেন।
তিনি বৃহস্পতিবার সকালে ডিএনসিসির অঞ্চল-৫ (কাওরান বাজার) এর নিয়ন্ত্রীত মোহাম্মদপুর টাউল এলাকায় বর্জ ব্যবস্থাপনা কর্মকর্তার অফিসে চেয়ারে বসা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে খবর পেরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম (সেন্টু)সহ লোকজন তাকে হাসপাতালে নেয়ার পর কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে নানা আনুষ্ঠানিকতার জানাজা নামাজ শেষ করে বুহস্পতিবার বাদ মাগবির মরহুম মোঃ জহিরুল ইসলামের লাশ আজিমপুর করস্থানে দাফন করা হয়েছে।
তার সহকর্মীরা জানান, ডিএনসিসির ওই আঞ্চলিক কার্যালয়ের ‘টপ টু বটম’ কর্মকর্তা ও কর্মচারীদের কাছে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম একজন ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। আজ ডিএনসিসির মেয়রসহ কর্মকর্তা ও কর্মচারীরা এই সরল মনা ভালো মানুষ মোঃ জহিরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করছেন। একইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা কামনা করছেন।
এদিকে অনলাইন নিউজ পোটাল ‘দূরবীণ নিউজ ২৪.ডট কমের’ পরিবারের পক্ষ থেকে মরহুম মোঃ জহিরুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করা হচ্ছে। একইসাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। মহান রাব্বুল আলামীন যেন মরহুম জহিরুল ইসলামকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। /# কাশেম