দূরবীণ নিউজ প্রতিবেদক :
লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের জন্য হটলাইনের মাধ্যমে বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
শুক্রবার ( ১৭ এপ্রিল )পর্যন্ত হটলাইন নম্বরে ১৭, ১৭৫ জন নাগরিক ফোন করে খোঁজখবর নিয়েছেন । তন্মধ্যে ৮, ৫৯২ জন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনভুক্ত ৫, ৪৭৯ জনের বাসায় ইতোমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
অবশিষ্ট ৩১১৩ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ডিএসসিসিতে প্রতিদিন বাড়ছে হটলাইনে খাবারের জন্য ফোন এবং রেজিষ্ট্রেশনের সংখ্যা।
ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন । তিনি আরো জানান, লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সম্মুখে এ খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।
সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করার জন্য আগ্রহীদের প্রতি অনুরোধ জানানো হল। # কাশেম
আপ্নাকে অনেক অনেক ধন্যবাদ আপ্নি জা করছেন জন গনের জন্ন তা ধন্যবাদ অ অনেক কম হয়ে জাবে আপ্নাকে সামাল সার
সার আমি খুব সমস্যা তে য়াছি আমি এক জন হকার ফুটে বেপ্সা করি আমার বাসায় গত ১৬দিন জাবত খাবার নেই প্লিজ খুব সমস্যা তে আছি হেল্প করেন সার। বাসার নাম্বার-৮/ডাকা -কেবি রোড সুত্রাপুর গেনডারিয়া
Amra toh pacci nah phn dilew dukcha nah