দূরবীন নিউজ ডেস্ক :
সৌদি সরকার ২০২০ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা আরো ১০ হাজার বাড়িয়েছে । বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে মক্কায় হজ চুক্তিতে এ সিদ্ধান্ত হয়। খবর বিভিন্ন গণমাধ্যমের।
বর্তমানে এক লাখ ২৭ হাজারের সঙ্গে নতুন করে আরো ১০ হাজার হজযাত্রী পবিত্র হজব্রত পালন করার সুযোগ পাবেন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গত ২রা ডিসেম্বর সৌদি- সৌদি আরব যান বাংলাদেশ ২০২০ সালের হজচুক্তি চূড়ান্ত করতে।
গত ৪ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় ২০২০ সালের বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি অনুষ্ঠিত হয়।
এবারের হজ চুক্তিতে বাংলাদেশের বর্তমান মুসলিম জনসংখ্যার ভিত্তিতে অতিরিক্ত ২০ হাজার বাংলাদেশি হজযাত্রীর হজের অনুমতি চাওয়া হয়।
বাংলাদেশের ৫০ শতাংশ হারে হজযাত্রীর জেদ্দা এবং মদিনায় ফ্লাইট পরিচালনার প্রস্তাব করা এবং সৌদি আরব অংশের বাংলাদেশি শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তাব করা হয়। তবে সে বিষয়ে সিদ্ধান্তের কথা এখনো জানানো হয়নি। #