একে আজাদ , দূরবীণ নিউজ :
সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যাকান্ডের ঘটনায় দেশে মানব পাচার চক্রের বিরুদ্ধে চিরুনী অভিযান চালাচ্ছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) । এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে স্পেনে অবৈধভাবে মানবপাচারকারী চক্রের আরো ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলোঃ-
১। আব্দুল জলিল @ দুলাল ডাক্তার, পিতা- মৃত শেখ নুর আহম্মেদ, সাং- হাজরাপুর, থানা+জেলা- মাদারীপুর।
২। মোঃ রুবেল হোসেন, পিতা- মৃত মোফাজল হোসেন বিশ্বাস, সাং- খালিয়া, বিনোদপুর, থানা- মোহাম্মদপুর, জেলা- মাগুরা।
৩। মোঃ রুবেল আহম্মেদ, (৩৩), পিতা- জফুর আলী, সাং- ডাকাতিবাড়ী, থানা- কোম্পানীগঞ্জ, সিলেট।
৪। মোঃ কুতুব উদ্দিন (২৭), পিতা- মৃত খুরশীদ আলী, সাং- কলাবাড়ী, থানা- কোম্পানীগঞ্জ, সিলেট।
৫। পারভেজ আহমেদ (৩৩), পিতা- মৃত মোস্তাক উদ্দিন, সাং- খাসারী পাড়া, থানা- বিয়ানীবাজার, সিলেট।
মানব পাচার মামলা তদন্তকালে সিআইডি জানতে পারে যে, পাচারকারীরা লিবিয়া ও ইটালিতে মানব পাচারের পাশাপাশি বিভিন্ন দালালের মাধ্যমে স্পেনেও অবৈধভাবে বাংলাদেশীদের পাচার করছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, স্পেনে পাঠানোর কথা বলে বাংলাদেশ থেকে ভারত, দুবাই, আলজেরিয়া ও মরক্কোর রুট ব্যবহার করে স্পেনে অবৈধভাবে মানব পাচার করছে। পাচারকালে বিভিন্ন দেশে ভিকটিমদের জিম্মি করে অত্যাচার করে ও মেরে ফেলার ভয় দেখিয়ে ভিকটিমদের পরিবারের কাছ থেকে মুক্তিপন আদায় করে।
সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যার ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন থানায় ২টি ও বনানী থানায় ১টি মানব পাচার মামলা দায়ের করেছে। সারাদেশে সম্প্রতি রুজুকৃত হওয়া মানব পাচারের ১৫ টি মামলা সিআইডি অধিগ্রহন করে তদন্ত করছে। সিআইডির অভিযানে এ পর্যন্ত ২২ জন অবৈধ মানব পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। # কাশেম