দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনায় আক্রান্ত মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেজিনা চৌধুরী জেনি (৫৭)। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাডভোকেট রেজিনা চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে দুপুর ১২ ঘটিকার সময় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি এক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং গত তিন দিন লাইফ সাপোর্টে ছিলেন।
অ্যাডভোকেট রেজিনা চৌধুরীর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তিনি ১৯৯২ সালের ১০ মে আইন পেশার সনদপ্রাপ্ত হয়ে একই বছরের ৯ জুন ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন।
১৯৯৫ সালের ১২ আগস্ট রেজিনা চৌধুরী হাইকোর্টে আইন পেশা পরিচালনার অনুমতিপ্রাপ্ত হন। ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। রোজিনা চৌধুরীর মা ও বড় বোন দুই জনই করোনা আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অপরদিকে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী অ্যাডভোকেট মালা রউথ ও করোনায় গত ১৯ মার্চ মারা যান। শুক্রবার (১৬ এপ্রিল) সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু জানান, মালা রউথ করোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন। আক্রান্ত অবস্থায় তিনি ধামরাইয়ে তার বোনের বাড়িতে মারা যান।
অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, মালা রউথ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক সময়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন। শেরপুরের ঐতিহ্যবাহী ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেও কালের ভাগ্যের নির্মম পরিহাসে তার ঘর সংসার করা হয়ে উঠেনি।#