দূরবীণ নিউজ প্রতিবেদক:
সুনামগঞ্জে দুই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ইন্সট্রাক্টরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার জন্য চিঠি দেওয়া হয়েছে তারা হলেন- সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুল সিকদার ও মুন্সীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর (বাংলা) শাম্মী আক্তার খানম।
সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুদকের উপপরিচালক নারগিস সুলতানা সই চিঠিতে তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে ও কর্তব্যে অবহেলার বিষয়ে উল্লেখ করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে কমিশন সভায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত কর্তৃক গৃহীত হয়।
কমিশনের সিদ্ধান্তের আলোকে খসড়া অভিযোগনামা ও অভিযোগ বিবরণীর বিষয়ে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে চিঠিতে।#