দূরবীণ নিউজ প্রতিবেদক:
সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য নুরুল হুদা আর নেই। আজ রোববার(২১ সার্চ) দুপুরে মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ রবিবার বেলা ১২টার দিকে মিরপুরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনিসহ জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায় , ১৯৪৯ সালের ১ মার্চ মুন্সিগঞ্জের শ্রীনগরের রাড়িখালে নুরুল হুদা জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৭৩ সালে বাংলাদেশ অবজারভার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার শুরু করেন। এ ছাড়াও বাসস, ডেইলি স্টার, ডেইলি টেলিগ্রাফ, নিউ নেশন ও ইন্ডিপেন্ডেন্টে কাজ করেছেন।
আজ বাদ মাগরিব মিরপুর সাংবাদিক আবাসিক এলাকাস্থ জামে মসজিদে নামাজে জানাজার পর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
সিনিয়র সাংবাদিক নূরুল হুদার মৃত্যুতে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, নুরুল হুদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)। ডিকাবের পক্ষে সংগঠনের সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তারা বলেন, সিনিয়র সাংবাদিক নুরুল হুদার মৃত্যুতে আমরা শোকাহত। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।/