দূরবীণ নিউজ ডেস্ক :
বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ৮৯ হাজার ৪৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ১ হাজার ১৯ জন। আর সুস্থ হয়েছেন ১৬ লাখ ৮৮ হাজার ৭১৬ জন।
বৃহস্পতিবার (১৪ মে) রাত পৌনে ১২ টা পর্যন্ত শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৯৮৭ জন। আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৪০ । হাজার ৪৩৭ জন। ব্রিটেন মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৬১৪ জন। এরপরের স্থান ইতালিতে মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩৬৮ জন।
আর সংক্রমণের দিক দিয়েও যুক্তরাষ্ট্রে আশেপাশে নেই কোন দেশ। ১৪ লাখের বেশি মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত। ২ লাখ ৭২ হাজার ৬৪৬ আক্রান্ত নিয়ে এর পরেই রয়েছে স্পেন। আর তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ২ লাখ ৫২ হাজার ২৪৫ জন।
বাংলাদেশে করোনায় আক্রান্ত ১৮ হাজার ৮৬৩ জন, নতুন আক্রান্ত ১ হাজার ৪১ জন এবং মৃত্যূ হয়েছে ২৮৩ জন এরমধ্যে নতুন মৃত্যূ ১৪ জন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। # কাশেম