দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে। খবর বাসস’র।
শনিবার শোকবার্তায় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, “মোহাম্মদ নাসিম জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পূত্র। মোহাম্মদ নাসিম তাঁর পিতার মতোই এ দেশের গণমানুষের নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। জাতি এক মহান নেতাকে হারালো”।
আতিকুল ইসলাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।