দূরবীণ নিউজ প্রতিনিধি:
রাজধানীর বনানী থানার সাবেক পুলিশ পরিদর্শক (ওসি) শেখ সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ই-কমার্স গ্রাহকদের টাকা আত্মসাৎ, বিদেশে পাচার ও দেশ ত্যাগের অভিযোগ অনুসন্ধানের পর এবং মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৪ জুলাই) কমিশনের পক্ষ থেকে অভিযুক্ত পুলিশ পরিদর্শক (ওসি) শেখ সোহেল রানার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের সততার প্রমাণ পাবার পর এবার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ওউপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক।
ফলে দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোনায়েম হোসেন যে কোন সময় অভিযুক্ত সাবেক পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২ও ৩) ধারা, দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করবেন।
দুদকের অনুসন্ধানী প্রতিবেদন সূত্রে জানা যায়, অভিযুক্ত সাবেক পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানা (সাময়িক বরখাস্তকৃত)। তিনি নিজের পদবি আড়াল করে দুর্নীতির সম্পৃক্ত অপরাধে ই-অরেঞ্জ নামীয় এম.এল.এল কোম্পানি খুলে প্রতারণার মাধ্যমে সাধারণ গ্রাহকদের অধিক লাভের প্রলোভনে ফেলে তার নিজের ৬টি ব্যাংকের ৩১ হিসাবে মোট ২৮ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা জমা করেন।
পরবর্তীতে ২৮ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৯১৩ টাকা উত্তোলন করেন। তার অবৈধ সম্পদ মর্মে প্রতীয়মান হওয়ায় সাবেক পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২ ও ৩) ধারা , দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের মামলার সুপারিশ করেন প্রতিবেদন দাখিল করেন দুদক কর্মকর্তা।