দূরবীণ নিউজ প্রতিবেদক :
সিলেটে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসের সাবেক কমিশনার মো: শফিকুল ইসলাম ও তার স্ত্রী মিসেস মাহবুবা ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অপরাধে পৃথক ২ টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৯ জানুয়ারি) দুদকের জনসংযোগ বিভাগ এই রতথ্য নিশ্চত করেছে। দুদক কর্মকর্তারা আরো জানান, আসামিরা দুদকের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯৬ লাখ ৩৭ হাজার ৯৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এছাড়াও আসামিদের ৩ কোটি ৭৬ লাখ ৬৫৪৮ হাজার টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজেদের দখলে রেখেছেন। আই এই অভিযোগেইসাবেক কাস্টমস কমিশনার মো: শফিকুল ইসলাম ও তার স্ত্রী মিসেস মাহবুবা ইসলামের বিরুদ্ধে পৃথক ২ টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।
দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার উপপরিচালক মো: নূর-ই-আলম বাদী হয়ে যে কোনো দিন আসামিদের বিরুদ্ধে স মন্বিত সিলেট জেলা কার্যালয়য়ে মামলা ২টি দায়ের করবেন। মামলা ২টি দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২), ধারায় রেকর্ড করা হবে।
আসামিদের স্থায়ী ঠিকানা- মো: শফিকুল ইসলাম , পিতা- মো: নবী হোসেন নিকলী ভবন, স্টেশন রোড, তারাপাশা, কিশোগ । বর্তমান ঠিকানা- ফ্ল্যাট নং ১৭/৪, হাউজ নং- ১৭৪, রোড নং-২২ ব্লক-কে, বনানী, ঢাকা-১২১৩।
মিসেস মাহবুবা ইসলাম স্বামী- মো: শফিকুল ইসলাম বর্তমান ঠিকানা- ফ্ল্যাট নং ১৭/৪, হাউজ নং- ১৭৪, রোড নং-২২ ব্লক-কে, বনানী, ঢাকা-১২১৩। # কাশেম