দূরবীণ নিউজ প্রতিবেদক:
পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ.কে.এম.এ আউয়ালের (সাইদুর রহমান) বিরুদ্ধে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকার অবৈধ সম্পদ ও তাঁর স্ত্রী মিসেস লায়লা পারভীনের বিরুদ্ধে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুদক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মোঃ আলী আকবর বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুইটি দায়ের করেন।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের প্রচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
দুদকের দায়ের করা ১ম মামলার (মামলা নং-১৩) অভিযোগে বলা হয়, সাবেক এমপি এ.কে.এম.এ আউয়াল অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন। তিনি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণিতে মোট ১৫ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন।
ফলে তারা বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
দুদকের দায়ের করা ২য় মামলার (মামলা নং-১৪) অভিযোগে বলা হয়, মিসেস লায়লা পারভীন স্বামী-এ.কে.এম.এ আউয়াল অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তিনি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে জ্ঞাত-আয়ের সাথে সামঞ্জস্যহীন বর্ণিত সম্পদ অর্জন করেছেন। ফলে তার বিরুদ্ধে দুদর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। #