দূরবীণ নিউজ প্রতিবেদক :
সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা: তওহীদুর রহমানসহ দুই জনের বিরুদ্ধে ৪১ লাখ ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুইটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন ( দুদক) ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, দুদকের প্রধান কার্যালয় থেকে আসামির বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদনের ফলে যে কোনো সময় দুদকের সংশ্লিষ্ট শাখায় দন্ড বিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুইটি মামলা দায়ের হবে।
আসামির পরিচয় : ডা: তওহীদুর রহমান, সাবেক সিভিল সার্জন, সাতক্ষীরা ও সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা ম্যাটস এবং সাতক্ষীরা আইএইচটি (বর্তমানে অব:) এবং (২) মো: শাহিনুর রহমান (৪৭), প্রোপ্রাইটর: বেনিভোলেন্ট এন্টারপ্রাইজ, উত্তরা, ঢাকা ।
তাদের বিরুদ্ধে অভিযোগ , তারা পরস্পর সহায়তায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে নিজেরা লাভবান হয়ে নিম্মমানের খেলাধুলার সামগ্রী উচ্চমূল্যে ক্রয় দেখিয়ে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস), সাতক্ষীরায় ২০১৭-২০১৮ অর্থ বছরে ২০ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা এবং একই অর্থ বছরে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), সাতক্ষীরায় ২০ লাখ ৬১ হাজার ১৫০/ টাকা আত্মসাৎ করেন।
দুদকের উপসহকারী পরিচালক মোঃ ফেরদৌস রহমান ও দুদকের উপসহকারী মোঃ সহিদুর রহমান অভিযোগটি অনুসন্ধান করেন। # কাশেম