দূরবীন নিউজ প্রতিবেদক :
জেল-জরিমানার অথাৎ অর্থদন্ডসহ সাজার বিধান রেখে দেশবাসীকে পরিশুদ্ধ বায়ু উপহার দেওয়ার লক্ষ্যে নির্মল বায়ু আইন, ২০১৯ প্রণয়ন করতে যাচ্ছে সরকার।
বুধবার (১৮ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব মো. আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর সভাপতিত্বে সব মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, বায়ুদূষণ রোধ ও নিয়ন্ত্রণ এবং বায়ুমানের উন্নতি, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য এই আইন প্রণয়ন করা হচ্ছে। দেশের বিভিন্ন অংশের বায়ুমান সন্তোষজনক অবস্থায় রাখার জন্য, পরিবেশ ও টেকসই উন্নয়ন, জনস্বাস্থ্য ও নাগরিকের জীবন এবং বিশুদ্ধ বায়ু সেবনের অধিকারের নিশ্চয়তা বিধানও আইনটি প্রণয়নের লক্ষ্য।
সভায় আরও জানানো হয়, আইনটি প্রণীত হলে পরিশুদ্ধ ও লাগসই প্রযুক্তি, পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া, অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উৎসাহিতকরণের মাধ্যমে বায়ুদূষণ রোধ করা যাবে।
সর্বসাধারণের অবগতি ও মতামতের জন্য আইনের খসড়া ১৬ সেপ্টেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সব মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর মতামতগুলো চূড়ান্ত করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রণালয়গুলোর প্রস্তাবনা বিষয়ে আলোচনা হয়। যথাশিগগিরই সম্ভব চূড়ান্ত করে আইনটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
খসড়া আইনে বায়ুদূষণের জন্য সর্বোচ্চ দুই বছরের জেল বা দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ অপরাধ দ্বিতীয়বার করলে অপরাধীর ১০ বছরের সাজা বা কমপক্ষে দুই লাখ টাকা জরিমানা বা উভয় শাস্তির মুখে পড়তে হবে। #