দূরবীণ নিউজ প্রতিবেদক :
দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরন এবং দীপ্ত টিভির বিশেষ সংবাদদাতা বায়োজিদ আহমেদের পিতা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ ৩০ জুলাই (শুক্রবার) সকাল সোয়া ৮ টায় ফরিদপুরের হাউজিং এস্টেটের নিজ বাস ভবনে ইন্তেকাল করেন এ কে এম নজরুল ইসলাম। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
আজ শুক্রবার বাদ জুমা গোয়ালচামট হাউজিং এস্টেট জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে ফরিদপুরের আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডিআরইউ’র সাবেক কার্যনির্বাহী সদস্য, সিনিয়র সাংবাদিক ওয়াকিল আহমেদ হিরন এবং তার ভাই ডিআরইউ’র স্থায়ী সদস্য বায়োজিদ আহমেদের পিতা এ কে এম নজরুল ইসলামের মৃত্যুতে পেশাজীবী সাংবাদিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এদিকে আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রিপোর্টার্স এগেইন্স করাপশনের (র্যাক) সভাপতি মহিউদ্দিন আহমেদ, সিনিয়র সহ- সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক
আহমেদ ফযেজ এবং সাংগঠনিক সম্পাদক ডা. শাফিউদ্দিন আহমেদসহ কার্যনিবার্হী কমিটির পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক ওয়াকিল আহমেদ হিরন ও বায়োজিদ আহমেদের পিতা এ কে এম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ একই সাথে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) পক্ষ থেকে সভাপতি মাশদূল হক, সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এই সংগঠনের সাবেক সভাপতি ওয়াকিল আহমেদ হিরনের পিতার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
# একে