দূরবীন নিউজ প্রতিবেদক :
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সময়ের কাগজ ২৪ ডটকম এর সম্পাদক শহীদুল ইসলামের মাতা আউয়ালেন নেসা ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর হোসনি দালান এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ পুত্র, ১ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে।
এদিকে শহীদুল ইসলামের মাতা আউয়ালেন নেসার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলিমুল আলম বিপ্লব এক বিবৃতিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শহীদুল ইসলামের মোবাইল নম্বর- ০১৫৫২-৩১৫৪১০ #