দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকার ঐতিহ্যবাহী আজিমপুর এলাকায় প্রতিষ্ঠিত “ওয়েস্ট এন্ড হাই স্কুলের” অবসরপ্রাপ্ত আদর্শবান শিক্ষক আশরাফুল হক (৭৫) স্যার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)।
তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, একভাই, দুই বোন আত্নীয়-স্বজন তার আদর্শের অনুসারী অসংখ্য গুনগ্রাহী শিক্ষার্থী রেখেগেছেন।
আজ বুধবার (১৪ জুলাই) সকালে মিরপুর টোলারবাগস্হ বাসভবনে অসুস্থ হয়ে পরলে প্রথমে মিরপুর বারডেম হাসপাতালে নেয়া হয়। পরে তাকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আনা হলে ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন।
বাদ আছর মিরপুর টোলারবাগ জামে মসজিদে জানাজা শেষে তাকে মীরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে।
আশরাফুল হক স্যারের মৃত্যুতে ওয়েষ্ট এন্ড হাই স্কুল’এর’ প্রাক্তন শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আশরাফুল হক স্যারের মৃত্যু সংবাদের ঢাকার আজিমপুর এলাকায় তার আদর্শে গড়ে উঠা শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
অনলাইন নিউজ পোটাল ” দূরবীণ নিউজ টোয়েন্টি ফোর ডটকম” পরিবারের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক আবু দারদা যোবায়েরের শ্বশুর আশরাফুল হক স্যারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করা হয়েছে।
একই সাথে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাজ্ঞাপন করা হয়েছে। আর মহান আল্লাহ দরবারে বিশেষ প্রার্থনা, হে আল্লাহ্ আপনার প্রিয় বান্দা,আশরাফুল হক স্যারকে কিয়ামাত পর্যন্ত কবরে শান্তিতে রাখন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন, সুম্মাহ আমিন।
এডিজেড/একে/দূরবীণ নিউজ ।
Ameen