দূরবীণ নিউজ প্রতিবেদক :
ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির দুটি মামলায় সময় টিভির সিনিয়র সাংবাদিক আফজাল হোসেনকে হয়রানীর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।
জানা যায়, নোয়াখালীর জেলা জজ আদালতের একজন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন করায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও মানহানির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এছাড়া ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে তিনি আরেকটি মামলা করেন। এসব মামলার আসামি করা হয় সাংবাদিক আফজাল হোসেনকে।
ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির দুটি মামলায় সাংবাদিক আফজাল হোসেনকে হয়রানীর তীব্র প্রতিবাদ জানিয়েছেন “ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ)” নেতৃবৃন্দ । এলআরএফ’র সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে (এলআরএফ) নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের মূল গেটে মানব বন্ধন কর্মসূচি পালন করেন।
এদিকে রোববার (৩০ মে) ঢাকা কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সভাপতি হাসিব বিন শহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। একই সঙ্গে সাংবাদিক আফজাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা দুটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির সিনিয়র সাংবাদিক আফজাল হোসেন তার প্রতিবেদন তৈরি করেন।
এখানে তার ব্যক্তিগত কোনো মতামত, বক্তব্য প্রচারিত হয়নি বরং তিনি সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা বজায় রেখেই প্রতিবেদনটি তৈরি করেছেন। অথচ সাংবাদিক আফজালের বিরুদ্ধে হয়রানিমূলকভাবে মামলা করা সাংবাদিকতা ও মুক্তগণমাধ্যমের নীতির।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে আফজাল হোসেন সংবাদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে সুনামের সঙ্গে সাংবাদিকতা চর্চা করছেন। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতাকে গলা চেপে ধরার প্রয়াসে তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে।
এ ঘটনায় জন্য ঢাকা নিম্ন আদালতের সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অবিলম্বে মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছেন৷
#