দূরবীণ নিউজ নিউজ:
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের আমন্ত্রণে শীতের আগেই ’হরেক রকম পিঠার উৎসবে’ অংশ গ্রহণ করেছেন আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নেতৃবৃন্দ এবং সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকরা।
অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনে এবং তার বেগম সাহেবা অত্যন্ত ভোজন বিলাশী ও রশিক মানুষ।বাঙালীর ঐতিহ্য শীতের মিঠা ও হাাঁসের মাংস খাওয়ার আনন্দটা যুগ যুগ ধরে চলে আসছে। আর সেই আনন্দটা সহিত্যই উপভোগ করলেন নিজের বাসার চত্বরে সাংবাদিকদের সম্মানে পিঠা উৎসবের আয়োজনের মাধ্যম।
সাংবাদিকদের সম্মানে ৬ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় রাজধানীর ১নং হেয়ার রোডে তার বাসভবনে (তটিনী) পিঠা উৎসবের আয়োজন করেন। এই পিঠা উৎসবে ‘পাটিশাপটা, চিথা,ভাপা,ফুল পিঠা,সিংগারা পিঠা,কলি পিঠা, লুচি, হাঁসের মাংস এবং মিষ্টসহ আরো অনেক আইটেমের খাবার তৃপ্তিসহকারে খেয়েছেন আমন্ত্রিত সাংবাদিকরা।
অনুষ্ঠানে ল’ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল এবং তার বেগম সাহেবাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) সভাপতি শামীমা আক্তার, সহসভাপতি প্রশান্ত কুমার কর্মকার ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই পিঠা উ]সবে অংশ নিয়েছে, ল’ রিপোর্টার্স ফোরামের অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ডালিম, দফতর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহাউদ্দিন আল ইমরান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস তানভী, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন।
এছাড়াও সাবেক সভাপতি মাসুদুল হক,সাবেক সাধারণ সম্পাদক হাসান জাবেদ,সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্না,সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াসিন,সাবেক যুগ্ম সম্পাদক ফজলুল হক মৃধা, সাবেক অর্থ সম্পাদক আবদুল জাব্বার থান,সংগঠনের সিনিয়র সংকর মৈত্র, মাজহারুল হক মান্না, আবুল কাশেম ,মিলটন আনোয়ার ও দিদারুল আলমসহ সংগঠনের সদস্যরা পিঠা উৎসবে অংশ গ্রহণ করেন।
#একে