দূরবীণ নিউজ প্রতিবেদক :
দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ত্রাণসহ সরকারি চাল চুরি ও আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত বিভিন্ন জেলায় ৭টি মামলা দায়ের করেছে।
বুধবার (২২ এপ্রিল ) দুদকের পরিচারক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি আরো জানান, গত ১০ এপ্রিল দুদক এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, ত্রাণসহ সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির কার্যক্রম নজরদারি করছে দুর্নীতি দমন কমিশন । এরপরই ১২ এপ্রিল বগুড়ায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, বগুড়ায় প্রথম মামলাটি দায়ের করে দুদক।
এরপরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় আরো ৬টিসহ মোট ৭টি মামলা দায়ের করা হয়। গত মঙ্গলবার সর্বশেষ মামলাটি দায়ের করা হয় নড়াইল জেলার কালিয়া উপজেলার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।
এদিকে ২২ এপ্রিল কমিশনের গোয়েন্দা শাখা থেকে এসব অভিযানের সর্বশেষ অগ্রগতি অবহিত করা হয় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদকে। এসময় তিনি দুদক কর্মকর্তাদের কর্মস্পৃহাকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। এ যাবৎ যেসব মামলা করা হয়েছে সেগুলোর দ্রুত তদন্ত শেষ করতে হবে।
দুদকের গোয়েন্দা শাখা, সকল সমন্বিত জেলা কার্যালয় এবং সকল বিভাগীয় কার্যালয় ত্রাণ কার্যক্রমের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ কার্যক্ররে প্রতি নিবিড় দৃষ্টি রাখবে। যাকেই ত্রাণ আত্মসাতে সম্পৃক্ত পাওয়া যাবে, তাকে আইন আমলে নিয়ে আসতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। ত্রাণ আত্মসাৎকারীদের প্রচলিত আইনে এমন শাস্তির ব্যবস্থা ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে কেউ ত্রাণ আত্মসাতের সাহস না পায়। # কাশেম