দূরবীণ নিউজ প্রতিবেদক :
সঙ্গে আছি একটি সামাজিক সংগঠন, যা আর্ত মানবতার সেবায় কাজ করে থাকে। তারা ২৯ মার্চ বিকেল ৩ টায় ঢাকা রিপোটার্স ইউনিটি চত্বরে ১০০ জন কর্মহীন ও কর্মজীবী মানুষের মধ্যে এসব খাদ্যদ্রব্য বিতরণ করা হবে। এছাড়াও সঙ্গে আছি ঢাকায় আরো ১০ পয়েন্টে খাদ্য দ্রব্য বিতরণ করবে।
শনিবার (২৮ মার্চ ) সংগঠনের আহবায়ক ও সদস্য সচিবেপ্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তারা আরো জানান, বরাবরের মতো এবারো করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দেয়ার প্রচেষ্টা হিসেবে আগামী ১০দিনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ১০ হাজার পরিবারের মধ্যে চাল, ডাল ও আলু পৌছে দেয়ার ঘোষণা দিয়েছে।
সঙ্গে আছি’র সদস্যদের উদ্দেশ্য হচ্ছে সমাজের বিত্তবান ধনী মানুষকে আহবান করা যাতে করে জাতীয় এই বিপর্যয়ে তারা গরীব মানুষের পাশে দাঁড়ায়। # প্রেস বিজ্ঞপ্তি ।