বিশেষ প্রতিবেদক, দূরবীন নিউজ:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিষ্ট্রেশন নম্বর বি-১৯০১ এর সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা শ্রমিক দলের সভাপতি ওসমান গনি আজ শনিবার (১৯ জুন) মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি কোভিড আক্রান্ত হয়ে শেখ রাসেল গ্যাষ্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই দুপুর ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বাবা, মা, চার ভাই ও ছয় বোন সহ অসংখ্য আত্মাীয় স্বজন রেখে গেছেন। আগামীকাল রবিবার (২০জুন) সকাল ১০ টায় পাবনা জেলার আতাইকুলা থানার বাওইকোনা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা ওসমান গনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুম ওসমান গনির আত্মার মাগফেরাত কামনা করেছেন ও তাঁর পরিবারে সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
/এডিজেড/একে। দূরবীণ নিউজ