দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘ফাঁসি (হ্যাংগিং) কিন্তু সমাজকে (সোসাইটিকে) রক্ষা করতে পারে না।’
তিনি বলেন, শুধুমাত্র ফাঁসির মতোএ ই কঠিন শাস্তি দিয়ে সমাজকে অপরাধ মুক্ত করা সম্ভব নয় ।
আজ মঙ্গলবার (৬ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে এক মামলার শুনানিতে এ কথা বলেন
প্রধান বিচারপতি।
প্রতিবেশী দেশ ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ইন্ডিয়ার থেকে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি (ল’ অ্যান্ড অর্ডার সিচুয়েশনে) কোনো অংশেই খারাপ না। কিন্তু ইন্ডিয়াতে ২০১৯ সালে মৃত্যুদণ্ড হয়েছে ১২১ জনের। আর আমাদের এখানে হয়েছে ৩২৭ জনের।’
‘আমাদের এখানে স্ত্রী হত্যায় (ওয়াইফ কিলিং) স্বামীর ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে। কিন্তু ফাঁসি বা যাবজ্জীবনের এই সাজায় কি স্ত্রী হত্যা কমেছে? কমেনি। সুতরাং এটা ভুল ধারণা যে, সাজা দিলেই আমরা অপরাধ মুক্ত হয়ে যাব।’
এদিকে দেশে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘করোনায় দেশের অবস্থা খুবই খারাপ।’#