বিশেষ প্রতিনিধি, দূরবীণ নিউজ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনায়
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট মহলকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন।
আজ ১০ জুলাই (শুক্রবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এক বিবৃতিতে এ দাবী জানিয়েছেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে চলছে। যখন দুর্ঘটনা হয় তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু নিয়ম-নীতির কথা বলে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা এড়ানোর জন্য যে সতর্ক থাকা উচিত তা এসব কারখানা কর্তৃপক্ষ যথাযথভাবে প্রতিপালন করছে না ।
তিনি আরো বলেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি, কারখানাটির দ্বিতীয় তলার গেটে তালাবদ্ধ ছিল, যার ফলে এই দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটেছে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত চায়। এর পিছনে কোনো ধরনের দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।
তিনি বলেন, শিল্পখাতে ধারাবাহিক জীবনহানী সামগ্রিক অব্যবস্থাপনার প্রতিফলন। শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির অপরিহার্যতা আবারও প্রমাণিত।
ইসলামী আন্দোলনের মহাসচিব বিবৃতিতে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসার দাবী জানান।
/এডিজেড/একে/ দূরবীণ নিউজ।