দূরবীণ নিউজ ডেস্ক :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শতভাগ শিক্ষার্থী নিয়ে আসলেই চলবে না। কারণ শিক্ষা মানসম্পন্ন ও উন্নত প্রযুক্তির নির্ভর হতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেই ডিজিটাল বাংলাদেশ গড়তে পেরেছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, এখন আমরা অনেক কাজ করছি, কিন্তু সেটাই যথেষ্ট নয়। কাজগুলো খুব মানসম্পন্ন হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী এবং পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, শিশু গবেষক প্রফেসর সমির কে সাহা, জয়নাল আবেদীন সিআইপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
তিনি বলেন, আমার দেশে যেটুকু দুর্নীতি হয়, তাতো অন্য অধিকাংশ উন্নত দেশের দুর্নীতির তুলনায় অনেক কম। অবশ্য আমরা আর ততো গরীব নেই। আমরা যথেষ্ট ভালো জায়গায় আছি। কোনো রকমের দুর্নীতিই এখন আর হওয়া উচিত নয়। যতোটা সম্ভব আমরা তা কমিয়ে আনার চেষ্টা করছি। অনেক জায়গায় কমছে।
বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ হওয়ায় স্বচ্ছতার একটা জায়গায়তো তৈরি হয়েছেই। এখন যে অনেক রকমের দুর্নীতির খবর পাওয়া যায়- এ বিষয়গুলো সব সময়ই ছিল। কিন্তু এগুলোর কোনো খবর হত না।
তার কারণ এগুলো বের করাই যেত না। এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে। তাই তথ্য সব বেরিয়ে যায়, কিছুই আর থাকে না। সেজন্য এখন দুর্নীতিগুলো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়।
সেজন্য এই যে ডিজিটাল বাংলাদেশ বানানো-এই স্বচ্ছতা- কে এই স্বচ্ছতা আনতে পারে? শেখ হাসিনার সৎ সাহস আছে বলেই তার পক্ষে এই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। #