দূরবীণ নিউজ প্রতিবেদক:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।
গত ১৯ মার্চ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানান নেতারা। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে মিছিল শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে নির্মল রঞ্জন গুহ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও নির্যাতন করে যে ধৃষ্টতা দেখিয়েছে, তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বাংলাদেশে কোনো সাম্প্রাদায়িক অপশক্তির অপতৎপরতা সহ্য করা হবে না।’
আফজালুর রহমান বাবু বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করেছেন। কোনোভাবেই এ বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির বিষবাষ্প ছড়াতে দেওয়া হবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন,সংগঠনের সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, নির্মল চ্যাটার্জী, মুজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, আরিফুর রহমান টিটু, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।/