আবুল কাশেম , দূরবীণ নিউজ :
১৬ মে (শনিবার) অপরাহ্নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি ) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আনুষ্ঠানিক মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন।
ডিএসসিসির বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন টানা ৫ বছর দায়িত্ব পালন শেষ করে নবনির্বাচিত মেয়র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য ও ক্লিন ইমেজের ব্যক্তি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে হস্তান্ত করবেন বলে জানাযায়।
আর মেয়রের দায়িত্ব গ্রহণের পর বিকেল ৩ টায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নগর ভবনের অফিস থেকে ZOOM এর সাহায্যে অনলাইন প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন।
এদিকে শ্রক্রবার ( ১৫ মে) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার বায় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, zoom অনলাইন মিটিংয়ের মিটিং আইডি এবং পাসওয়ার্ড দুপুর আড়াই টায় সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে প্রদান করা হবে।
তবে বিকাল ২.৫০টায় প্রদেয় লিংকের সাহায্যে zoom অনলাইন প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণের জন্য সাংবাদিকবৃন্দকে আমন্ত্রণ জানানো হচ্ছে । # কাশেম