দূরবীণ নিউজ ডেস্ক :
লেবাননের ১৩ মাসের অচলাবস্থার অবসান, নতুন সরকারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মিশেল আউন। আজ শুক্রবার (১০ সেপ্টম্বর) কাতারের গণমাধ্যম আল-জাজিরায় এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।
এক বছর ধরে কোনো সরকার গঠিত হয়নি লেবাননে। কোনো সরকার না থাকার কারণে লেবাননে মারাত্মক অর্থনৈতিক সঙ্কটও দেখা দিয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন, প্রধানমন্ত্রী নাজিব মিকাতি একটি অধ্যাদেশে স্বাক্ষর করে দেশটিতে নতুন সরকার গঠন করেছেন। এ সময় লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি উপস্থিত ছিলেন। লেবাননের প্রেসিডেন্টের দফতর থেকে এসব তথ্য দেয়া হয়েছে।
এদিকে লেবাননের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া নাজিব মিকাতি বিভিন্ন গণমাধ্যমকে বলেন, লেবাননের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু আমরা যদি একত্রে কাজ করি তাহলে এ সঙ্কট এড়িয়ে যাওয়া সম্ভব। আমাদের সবাইকে এক অপরের হাত আকড়ে ধরতে হবে।
লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দেশটির প্রেসিডেন্ট ভবন বাবদা প্রাসাদে অবস্থান করার সময় এসব কথা বলেন। সেখানে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি উপস্থিত ছিলেন।
# সূত্র : আল-জাজিরা