দূরবীণ নিউজ প্রতিবেদক :
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শাহ আবদুল হান্নানের অবস্থা সঙ্কটজনক।
তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
শাহ আব্দুল হান্নান বাংলাদেশ সরকারের সাবেক সচিব। তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামী চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও মিডিয়া পারসোনালিটি হিসেবে সর্বমহলে বেশ সমাদৃত।#