দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী সব ধরনের নৌযান বন্ধ ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অথচ সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে সাতদিনের লকডাউন শুরু কথা রয়েছে।
আজ রোববার সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় ছিল। কিন্তু সন্ধ্যার আগ পর্যন্ত অসংখ্য মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন সদরঘাট টার্মিনালে আটকা পড়েছেন কয়েক হাজার মানুষ। লঞ্চ চলাচল বন্ধ করায় বাধ্য হয়ে আবার নিজ বাসায় ফিরে যাচ্ছেন তারা।
বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গোলজার আলী গণমাধ্যমকে বলেন, সরকারের নির্দেশনার পর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী সব ধরনের নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ বন্ধ থাকবে।/