একে আজাদ, দূরবীণ নিউজ :
ঢাকা কেরানীগঞ্জ এবং শ্যামপুর থেকে ইয়াবা ও চোলাই মদ সহ ৯ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১০ এর কর্মকর্তারা।
‘শুক্রবার (১৭ জুলাই) ভোর অনুমান ৫.৪৫ ঘটিকার সময় সিপিসি-২, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কৈবর্ত্যপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
র্যাব- এর অভিযানে আটককৃতরা হলেন; মাদক ব্যবসায়ী ১। মোঃ নূর হোসেন (৩৪), পিতা-মৃত মাখন মিয়া, সাং-কৈবর্ত্যপাড়া মাখন মিয়ার ঘাট, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা এবং ২। মোঃ শহিদুল ইসলাম (৩২), পিতা-মোঃ আব্দুল মালেক, সাং-কাজির পাগলা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জদ্বয়‘কে ২৫০ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল এবং ০৩ সিম কার্ড জব্দ করা হয়।
র্যাব-১০ এর প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, শুক্রবার আনুমানিক দুপুর ১২ টায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মোঃ বাচ্চু মুন্সী (৪৮), পিতা-মৃত আব্দুর রহমান মুন্সী, সাং-কালাপুর, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুর’কে ৩০০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় তাহার নিকাট থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও ২টি মোবাইল জব্দ করা হয়।এছাড়াও গত ১৬ জাুলাই দিবাগত রাত ১০ টা ৫ মিনিটে (২২.০৫ ঘটিকা) র্যাব-১০, এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা জুরাইন বালুর মাঠ এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।
তাদের এই অভিযানে আসামী ১। মোঃ রাব্বি(২৫), পিতা- মনির হোসেন, সাং- ধনুই দিঘির পাড়, থানা- পালং, জেলা- শরিয়তপুর, ২। মোঃ মিনহাজ (২২), পিতা- মাহবুব আলম বুলন, সাং- আইন্তা, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, ৩। মোঃ আনোয়ার (২০) , পিতা- মোঃ মতি ভুইয়া, সাং- ফুলদি বাঘেরপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ৪। মোঃ আনিছুর রহমান (২৮), পিতা- মোঃ রাজ্জাক মাতব¦র, সাং- নাজিরপুর, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, ৫। মোঃ হাসান (২০), পিতা- মোঃ আব্দুল বারেক, সাং- উত্তর করলা, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর, ৬। মোঃ সাগর (২৫), পিতা- মোঃ মোতালেব ফারুকী, সাং- পাঠাকাটা, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর নামের ০৬ জন মাদক ব্যবসায়কে ২৫৪ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করা হয়।
ওই সময় আটককৃতদের নিকট থেকে ব্যবহৃত ৫টি পুরাতন ব্যবহৃত মোবাইল ও নগদ ৬ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। # প্রেস বিজ্ঞপ্তি ।